অনলাইন ডেস্ক : সিলেট ক্রিসেন্ট টাউন মেডিকেল সার্ভিস ও ক্রিসেন্ট বøাড ব্যাঙ্ক এর সি ই ও ও চেয়ারম্যান রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর ও কোর্ডিনেটর পিপি জাকির আহমেদ চৌধুরী স¤প্রতি কানাডা ভিসিট করতে আসলে তিনির সম্মানে গত ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় টরন্টো ডানফোর্থের লবঙ্গ রেস্টুরেন্টে কানাডার রোটারিয়ান-কানাডায় বসবাসরত বাংলাদেশী রোটারিয়ানদের সাথে এক আলোচনা সভায় মিলিত হন।
প্রবীণ রোটারিয়ান পিপি মঈন চৌধুরীর সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি সুহেল আহমদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায়, সভার মধ্যমনি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর ও কোর্ডিনেটর পিপি জাকির আহমেদ চৌধুরী, জাকির আহমেদ চৌধুরীর সহধর্মিনী জুবায়দা ফেরদৌস, আমেরিকার মিশিগান হতে আগত ভিসিটিং রোটারিয়ান মনোয়ার হুসাইন এবং মনোয়ার হুসাইন এর সহধর্মিনী বেলা হুসাইন। সভার শুরুতে কানাডার রোটারিয়ানবৃন্দ সকল অতিথি রোটারিয়ান ও তাদের সহধর্মিণীদের ফুল দিয়ে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এসোসিয়েশন অফ টরন্টোর সাবেক সভাপতি রোটারিয়ান প্রফেসর মাসুক মিয়া, টরোন্টোর সেনেকা কলেজের কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের শিক্ষক রোটারিয়ান প্রফেসর আতাউর রহমান, বিয়ানীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবেক শিক্ষক রোটারিয়ান আখলাক হোসেন, সাবেক ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি মোহাম্মদ কামিল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলার স ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান পিপি কামরুল হাসান শাহান, রোটারিয়ান পিপি নিরঞ্জন দাস, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক, সাবেক প্রভাষক রোটারিয়ান আশিক জামান, রোটারিয়ান আজিজুল ইসলাম প্রমুখ। সভা শেষে আগত অতিথিদের সম্মানে ডিনার পরিবেশন করা হয়।