টরন্টো, কানাডা : কানাডার ওন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের নির্বাচিত এমপি ডলি বেগম আজ ড্যানফোর্থ এলাকায় পেস এর মিনি লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (পেস), টিভি মেট্রো মেইল (TMM) এর সাথে মিলে, বাংলাদেশী কানাডিয়ান অধ্যুষিত ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার একটি সাইটে এই মিনি-লাইব্রেরি স্থাপন করে।

প্রকল্পের প্রথম মিনি-লাইব্রেরী উদ্বোধন করবার সময়, ডলি বেগম PACE এবং TMM- এর কমিউনিটি নির্ভর কাজের প্রশংসা করে বলেন, “ PACE এবং TMM সবসময় শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন কাজ করে। আমি নিশ্চিত যে পেস মিনি-লাইব্রেরি প্রকল্পটি কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি সদস্যদের ক্ষমতায়ন প্রক্রিয়ার মাধ্যমে কমিউনিটির সম্পদ ব্যবহার করতে উৎসাহিত করবে।” তিনি মনে করেন, লাইব্রেরী প্রকল্পটি বই পড়ার প্রতি মানুষের তৃষ্ণা জাগাবে, পড়ার ক্ষুধা বাড়াবে এবং কমিউনিটির চাহিদা, বিশেষ করে বাংলা বইয়ের প্রয়োজন মেটাবে। তিনি বলেন, “আমি আশা করি এই প্রকল্পটি বাংলাদেশী কানাডিয়ানদের দোরগোড়ায় বাংলা বই পৌঁছে দেবে।”


ডলি বেগম এই ধরনের কমিউনিটি লাইব্রেরি স্থাপনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আয়োজকদের অনুরোধ করেন, সম্ভব হলে, তার বাসার সামনের আঙ্গিনায়ও একটি মিনি-লাইব্রেরি স্থাপন করার জন্য। কমিউনিটি সদস্যদের সাথে পেস এর সদস্যরাও এই প্রকল্পে ইংরেজি এবং বাংলা বই দান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, পেস এর নির্বাহী পরিচালক ইমামুল হক বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করার আগেই, কমিউনিটির সদস্যরা লাইব্রেরিতে বই লেনদেন শুরু করে দেন। এটি আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক।”

দাতা এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এই প্রকল্পের প্রথম লাইব্রেরির জন্য জায়গা দেওয়ার জন্য আমরা রওশন আরা আরজু এবং তার পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”

কমিউনিটির সদস্যরা তাদের যেকোনো সময়ে মিনি লাইব্রেরি থেকে বই নিতে পারে এবং বই দান করতেও পারেন। পেস এর সভাপতি মোস্তফা মাহমুদ বলেন, “পেস আগ্রহী সাইট মালিকদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অন্টারিও জুড়ে এ ধরনের মিনি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা করেছে। আগ্রহী যে কারো সামনের আঙ্গিনায় বিনামূল্যে পেস এই ধরনের লাইব্রেরি স্থাপন করবে।” পেস বৃহত্তর টরন্টো এলাকার বিভিন্ন কৌশলগত স্থানে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে আরও পাঁচটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে পেস এর বোর্ড সদস্য আরিফ সোহেল, মোহাম্মদ হাসানুল আবেদীন খান এবং গোলাম হিলালী উপস্থিত ছিলেন।