অনলাইন ডেস্ক : হেলথ কানাডা গত ৯ই ডিসেম্বর, শুক্রবার ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের একটি বুস্টার ডোজ অনুমোদন করেছে। এটি প্রধান উপাদানের পাশাপাশি করোনাভাইরাসের সা¤প্রতিক ভ্যারিয়েন্টগুলো প্রশমনে কাজ করবে। উল্লেখ্য, ফাইজার-বায়ো এন টেক ‘বাইভ্যালেন্ট’ ডোজ ওমিক্রন, বিএ.৪ এবং বিএ.৫-এর সর্বাধিক প্রচলিত সাবভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং এটি পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য খুবই কার্যকরী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে হেলথ কানাডা জানায়, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পর তারা উদ্ভাবন করেছে এই ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর। তাছাড়া বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর সুবিধাগুলোই বেশি।

শিশুদের ক্ষেত্রে বুস্টার ডোজটি ১২ বছরের বেশি বয়সীদের জন্য অনুমোদিত ডোজগুলোর প্রায় এক তৃতীয়াংশ। টিকা সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি দৃঢ়ভাবে সুপারিশ করেছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন অথবা হার্ট, কিডনি ও ডায়াবেটিসের মত জটিল রোগে আক্রান্ত শিশুদের প্রথম দুটি কোভিড-১৯ ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর নতুন ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হোক। তবে অন্যান্য একই বয়সের শিশুদের বাইভ্যালেন্ট বুস্টার ডোজ দেয়া যেতে পারে বলে কমিটি সুপারিশ করেছে।

আপাতত ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের শুধুমাত্র একটি কোভিড-১৯ বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও উপদেষ্টা কমিটি বলেছে যে, যেসব বাচ্চারা বেশি ঝুঁকিতে রয়েছে তাদের পারিবারিক ডাক্তারদের সুপারিশের ভিত্তিতে একটি অতিরিক্ত বুস্টার ডোজ বিবেচনা করা যেতে পারে।

জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান ডঃ শেলি ডিকস এক বিবৃতিতে বলেছেন, নতুন ভ্যাকসিনটি বাচ্চাদের জন্য একটি বুস্টার ডোজ হিসাবে নির্ধারণ করা হয়েছে কারণ এটি অন্ততপক্ষে আসল বুস্টার ডোজের মতো কাজ করবে বলে আশা করা হচ্ছে এবং নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্টগুলোর বিপরীতে এর বাড়তি সুবিধা থাকতে পারে।

কমিটি এও সুপারিশ করেছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ শিশুদেরকে একই সময়ে অন্যান্য রুটিন ভ্যাকসিনের মতই অপেক্ষার সময় ছাড়াই দেওয়া যেতে পারে। ডিকস তার বিবৃতিতে বলেছেন, তিনি আশা করেন যে নতুন সুপারিশের ফলে যেসব বাচ্চারা মহামারী চলাকালীন কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ নেয়া থেকে বাদ পড়েছে তাদের ডোজ পেতে সহায়তা করবে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডঃ থেরেসা ট্যাম এক বিবৃতিতে বলেছেন, বেশিরভাগ শিশু যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে তারা কেবল হালকা অসুস্থতা অনুভব করেছে এবং যাদের টিকা দেওয়া হয়নি তাদের তুলনায় টিকাপ্রাপ্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম। এ দিকে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের জন্য নির্ধারিত নতুন ভ্যাকসিনের মধ্যে কোনো অপ্রত্যাশিত নিরাপত্তা উদ্বেগ লক্ষ্য করা যায়নি।

হেলথ কানাডা এবং কানাডার পাবলিক হেলথ এজেন্সি বলছে, তারা কানাডায় এবং আন্তর্জাতিকভাবে ভ্যাকসিনের নিরাপত্তার দিকে কড়া নজর রাখবে। সূত্র : সিবিসি নিউজ