Home বিনোদন বাগদান সারলেন আরিয়ানা

বাগদান সারলেন আরিয়ানা

বিনোদন ডেস্ক : বাগদান সারলেন মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে। প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে তিনি আংটি বদল করেছেন। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে এ ঘোষণা দেন তিনি। ছবিতে দেখা যায়, আরিয়ানার বাম হাতে ডায়মন্ডের আংটি। ক্যাপশন দিয়েছেন, চিরকাল এবং তারপর কিছু। ২৭ বছর বয়সী আরিয়ানা গ্রান্ডের প্রেমিক ডালটন গোমেজের বয়স ২০ বছর। বর্তমানে তারা লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাস করছেন। এই বছরের ফেব্রুয়ারিতে, আরিয়ানা তার নতুন প্রেমে আগ্রহের কথা জানান।

ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় আরিয়ানা। তার অর্জনে আছে তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, একটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন।

Exit mobile version