Home কানাডা খবর বাচনিক এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

বাচনিক এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছেন দু’জন আবৃত্তি শিল্পী

অনলাইন ডেস্ক : গত ১৭ জুন টরন্টোতে অগ্রগণ্য আবৃত্তি সংগঠন বাচনিক রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস এবং সাদ কামালী। উল্লেখ করা যেতে পারে যে, গত কয়েক বছর ধরে বাচনিক রবীন্দ্র ও নজরুল জয়ন্তীতে বাংলা সাহিত্যের দুই দিকপালকে নিয়ে এমন অনুষ্ঠান করে কমিউনিটির মানুষদের মন জয় করেছে।

সঙ্গীত পরিবেশন করছেন নাহিদ কবির কাকলি
অনুষ্ঠানের সম্মানীত বক্তা লেখক ফরিদা রহমান (বামে) ও জনপ্রিয় হাইওয়ান গিটারশিল্পী এনামুল কবির (ডানে) ও মেরী রাশেদীন

শুরুতে উপস্থিত দর্শকদের মধ্যে প্রজ্ঞাবান গিটারশিল্পী এনামুল কবির এবং কথাশিল্পী ফরিদা রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

আলোচনা করছেন বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস
আলোচনা করছেন লেখক সাদ কামালী
সমবেত আবৃত্তি

এই আয়োজনে প্রথম পর্বের বিষয় ছিল কাজী নজরুল ইসলাম। এ পর্বের বক্তা সুব্রত কুমার দাস কাজী নজরুল ইসলামের বিস্তৃত পাঠ পরিধির উপর আলোকপাত করেন। এই পর্বে সংগীত পরিবেশন করেন ডঃ মমতাজ মমতা। কালজয়ী বিদ্রোহী কবিতা উচ্চারণ করেন নাজমা কাজী, নুরুন্নাহার হীরা, মেরী রাশেদিন, ফ্লোরা নাসরিন ইভা এবং ফারহানা আহমেদ।

আবৃত্তি করছেন অরুণা হায়দার (ডানে) ও সহ আবৃত্তিশিল্পী

এছাড়াও নজরুলের অন্যান্য কবিতা উচ্চারণ করেন অরুনা হায়দার, শিখা আক্তারী আহমেদ, সম্পূর্ণা সাহা, হোসনে আরা জেমী, ডটি শারমিন, শাপলা শালুক এবং তন্ময় রাহমান।

আবৃত্তি করছেন আবৃত্তিশিল্পী কামরান করিম
আবৃত্তি

দ্বিতীয় পর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত পরিবেশন করেন নাহিদ কবির কাকলী। অনুষ্ঠানে তবলায় অংশ নেন রনি পালমার। আবৃত্তিতে উপরের অংশগ্রহণকারীরা ছাড়াও ছিলেন কামরান করিম এবং লিনা ডি কস্তা। কামরানের কন্ঠে বাঁশি আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়াও উচ্চারিত হয় বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, কালের যাত্রার ধ্বনি এবং আরও কিছু কবিতা। নৃত্যে অংশ নেন অরুনা হায়দার এবং জেমস।

Exit mobile version