অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ‘বাধ্যতামূলক শ্রমের’ অজুহাত ব্যবহার করলে চূড়ান্তভাবে তার নিজের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

সম্মেলনে জনৈক সাংবাদিক মার্কিন প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটির চেয়ারম্যানের দাবি- সিনচিয়াংয়ে জার্মান ভক্সওয়াগেনের কার্যক্রম বন্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।

জবাবে মাদাম মাও নিং বলেন, চীন বারবার উল্লেখ করেছে যে, সিনচিয়াংয়ে তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’ নেই। যুক্তরাষ্ট্র স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা প্রভাবিত করার অজুহাতে সিনচিয়াংয়ে তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’ ব্যবহার করে। যা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন করে, বাজারের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত করে এবং শেষ পর্যন্ত মার্কিন স্বার্থের ক্ষতি করে।