Home কানাডা খবর বাণিজ্য উত্তেজনার মধ্যেই কানাডার গ্রাহকদের নতুন অফার দিল টেসলা

বাণিজ্য উত্তেজনার মধ্যেই কানাডার গ্রাহকদের নতুন অফার দিল টেসলা

অনলাইন ডেস্ক : টেসলা কানাডার গ্রাহকদের জন্য নতুন একটি অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারের অধীনে স্টক থাকা পর্যন্ত শুল্ক-পূর্ব মূল্যে গাড়ি ক্রয় করতে পারবেন কানাডার গ্রাহকরা। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে টেসলার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় ইলন মাস্কের টেসলা কানাডার গ্রাহকদের যত দ্রুত সম্ভব গাড়ি ক্রয়ের কথা বলছে।

কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে টেসলা গাড়ির দাম আকাশচুম্বি হতে পারে। টেসলার কানাডিয়ান ওয়েবসাইটে গতকাল সোমবার একটি ব্যানারে লেখা ছিল, ‘স্টক থাকা পর্যন্ত শুল্ক-পূর্ব মূল্যে গাড়ি কিনুন।’
ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুতে বেশিরভাগ পণ্যের ওপর ৯০ দিনের শুল্ক বিরতি ঘোষণা করলেও আমদানি করা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক এখনও বহাল রেখেছে। এর জবাবে কানাডা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর সমান হারে ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।

টরন্টোর এক টেসলা বিক্রয় প্রতিনিধির মতে, এই শুল্ক-পূর্ব মূল্য কেবল সেই গাড়িগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো আগে থেকেই কানাডায় আমদানি করা ছিল। একবার সেই স্টক শেষ হয়ে গেলে, নতুন গ্রাহকদের গাড়ি কিনতে হবে বাড়তি দামে — যা কিছু মডেলের ক্ষেত্রে ২২ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে ড্রাইভ টেসলা নামের একটি গাড়ির ব্লগ।

উদাহরণস্বরূপ, অল-হুইল ড্রাইভ সংস্করণের সাইবারট্রাকের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯০ কানাডিয়ান ডলার (প্রায় ১ লাখ ০১ হাজার ২৫০ মার্কিন ডলার), যা পূর্বের দাম ১ লাখ ১৪ হাজার ৯৯০ কানাডিয়ান ডলারের চেয়ে ২৫ হাজার ডলার (১৮ হাজার মার্কিন ডলার) বেশি।

টেসলার দীর্ঘ-পাল্লার মডেল ৩ সেডানের দাম বেড়েছে ১৬শতাংশ — এখন বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৯৯০ কানাডিয়ান ডলারে (৫৭ হাজার ৮৫৫ মার্কিন ডলার)।

অন্যদিকে দীর্ঘ-পাল্লার মডেল ওয়াই এসইউভি-এর দাম বেড়েছে ২১শতাংশ। দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯০ কানাডিয়ান ডলার (৬১ হাজার ৪৭১ মার্কিন ডলার)।

এদিকে দাম বৃদ্ধি পাওয়ায় টেসলা সমস্যার সম্মুখীন হতে পারে। কম্পানিটির প্রথম প্রান্তিকে গাড়ি বিক্রির সূচক ১৩ শতাংশ কমেছে। একই সময়ে টেসলার নিট মুনাফা কমেছে ৭১ শতাংশ।

তবে ট্রাম্পের শুল্কের প্রভাব থেকে কিছুটা সুরক্ষিত টেসলা। কারণ যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় সব গাড়ি তারা নিজের দেশে তৈরি করে। তবে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তারা এখনও বিদেশ, বিশেষ করে চীন থেকে আমদানি করে।
এপ্রিলের শুরুতে রয়টার্স জানিয়েছিল, শুল্কের কারণে টেসলা চীন থেকে তাদের আসন্ন সাইবারক্যাব ও সেমি ট্রাকের জন্য যেসব যন্ত্রাংশ প্রয়োজন, তার চালান বন্ধ করতে যাচ্ছে।

সূত্র : নিউইর্য়ক পোস্ট, টাইমস অব ইন্ডিয়া

Exit mobile version