স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে আনুগত্য বোনাস না দেওয়ার অভিযোগ এনে নেইমারের করা মামলাটি খারিজ করে দিয়েছে স্পেনের আদালত। ২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে করা নেইমারের নতুন চুক্তি ৪৩.৬ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল ক্লাবটির।

তবে নেইমার পরের বছরেই ক্লাব পরিবর্তন করায় সে অর্থ না পেয়ে মামলা ঠোকেন বার্সার বিপক্ষে। দুই বছর ধরে মামলার কার্যক্রম চলার পর গত শুক্রবার সেটি খারিজ করে দেয় স্পেন আদালত।

বলা হয়, চুক্তি সম্পন্ন করার ধারাটি নেইমার পূরণ না করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা। বার্সা কর্তৃপক্ষের দাবি, নেইমার বার্সেলোনায় থাকার সময়েই ৬.৭ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল তারা। মামলা খারিজ হওয়ায় সে অর্থ এখন বার্সা কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে নেইমারকে।