Home খেলাধুলা বার্সার বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোলে এমবাপের নতুন রেকর্ড

বার্সার বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোলে এমবাপের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : লা লিগা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মনজুইকে বার্সার বিপক্ষে এ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৫ মিনিটের মাথায়ই স্পটকিক থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এর ৮ মিনিট পরই আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি রেকর্ডও গড়েছেন ফরাসি এই তারকা।

ম্যাচের শুরুতেই বার্সার বিপক্ষে পেনাল্টি পায় রিয়াল। এমবাপে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, এমন সময় বার্সার গোলরক্ষকের ফাউলের শিকার হন তিনি। আর পেনাল্টি শট নিয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর এমবাপের গোলেই লিড বাড়ায় রিয়াল। ম্যাচের ১৪ মিনিটে ফের গোল করেন তিনি। এমবাপের দ্বিতীয় গোল করার বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। ব্রাজিলিয়ান এই তারকার নিখুঁত পাস থেকে বল পেয়ে গোল করেন এমবাপে।

এল ক্লাসিকোর প্রথমার্ধেই জোড়া গোল করে দারুণ এক রেকর্ডও গড়েছেন এমবাপে। ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড এখনো পর্যন্ত করেছেন ৩৮ গোল। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এটিই।

এর আগে রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। রিয়ালের হয়ে ১৯৯২-৯৩ মৌসুমে তিনি ৪৫ ম্যাচে করেছিলেন ৩৭ গোল।

এদিকে এমবাপের জোড়া গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪ গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল। এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামালের পর জোড়া গোল করেন রাফিনিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা চলমান থাকা অবস্থায় ৪-২ গোলে এগিয়ে আছে বার্সেলোনা।

Exit mobile version