অনলাইন ডেস্ক : ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ আসামের একটি আদালত।

আজ বুধবার টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন সালাহউদ্দিন আহমেদ নিজেই।

বিএনপির এই নেতা বলেন, ‘আগেই আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছিলেন। এর বিরুদ্ধে দেশটির সরকার আপিল করে। আসামের আপিল বিভাগের রায়েও আমাকে খালাস দিয়েছেন। আমি তো পারলে এখনই বাংলাদেশে যেতে চাই।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশে যাওয়ার বিষয়টি তো আমার হাতে নয়। এখানকার আদালত ভারত সরকারকে আমাকে বাংলাদেশে পাঠাতে নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ৬৩ দিন পর তার সন্ধান মেলে ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন।