বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে এ নিয়ে দুজনের কেউই সরাসরি কিছু বলেননি এতদিন। অবশেষে কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর ওহ’-তে এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীতা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সুনীতা বলেন, ৪০ বছর একসঙ্গে কাটানো কি সহজ ব্যাপার? প্রত্যেক মানুষই জীবনে ভুল করে। তবে সব কিছুরই একটা সময় থাকে। আমি যৌবনে কিছু ভুল করেছি, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার এত বড় সন্তান আছে, তখন কীভাবে আবার ভুল হতে পারে?

শোতে উপস্থিত অভিনেতা অভিষেক কুমার তাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে যখন নানা গুজব রটছে, তখন তিনি কী বলতে চান। উত্তরে সুনীতা জানান, ভুল যে কারও জীবনে আসে, তবে তা দিয়ে সম্পর্কের ভিত্তি ভেঙে যায় না।

এর আগে বিচ্ছেদের জল্পনার মাঝেও গোবিন্দা ও সুনীতা একসঙ্গে গণেশ পূজা করেন। সেসময় সুনীতা বলেন, আমরা এখনো একে অপরের খুব কাছাকাছি আছি। যদি সম্পর্ক ভেঙে যেত, তাহলে কি এতটা ঘনিষ্ঠ হতে পারতাম? কেউ আমাদের আলাদা করতে পারবে না চাই সে ঈশ্বর হোক বা শয়তান।