অনলাইন ডেস্ক : সীমান্তের বিতর্কিত অঞ্চল থেকে দ্রুত সেনা সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে চীন ও ভারত। বৃহস্পতিবার রাশিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যকার বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়।
জানা গেছে, বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে চীন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে।
সম্প্রতি লাদাখ সীমান্তে আবারো সংঘাতে জড়িয়ে পড়ে চীন এবং ভারতের সেনারা। এছাড়া চীনের বিরুদ্ধে ভারতীয়দের অপহরণেরও অভিযোগ তোলা হয়। এর আগে মাস দুয়েক আগে লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে। এ অবস্থায় সীমানতে শান্তি ফেরানোর প্রক্রিয়া হিসেবে মস্কোয় বৈঠকে বসেছিলেন চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা।
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি কোনো পক্ষেরই কাম্য নয়। বৈঠকে উভয় পক্ষই সেনাদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে।পাশাপাশি দ্রুত সেনা সরানো এবং উপযুক্ত দূরত্ব বজায় রেখে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে।