বিগত ১২ই নভেম্বর ২০২২ তারিখে ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টার (WSNCC) এবং লোকাল চ্যাম্পিয়ন নেটওয়ার্ক (LCN) এর যৌথ পরিচালনায় কমিউনিটির সদস্য গণের মাঝে বাগানে রোপনের জন্য বিনামূল্যে অর্গানিক রসুন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে LCN লিডার শাহ গোলাম মহিউদ্দিন সকলকে তাদের নিজ নিজ বাগানে বা ব্যাকইয়ার্ডে রসুন বপনের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, শরৎকাল হচ্ছে রসুন বপণের জন্য উপযুক্ত ঋতু। এই সময় মাটির দুই থেকে চার ইঞ্চি নিচে চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে রসুনের কোয়ার মোটা অংশ নিচের দিকে মুখ করে বপন করলে পরবর্তী গ্রীষ্ম মৌসুমে উচ্চ ফলন পাওয়া যায়। রসুন বপনের পরে গাছের পাতা, ছোট ছোট ডালপালা, কাঠের টুকরা বা খরকুটো দিয়ে ঢেকে দিতে হয়, এতে রসুন শীতকালে ঠান্ডা থেকে রক্ষা পায়, পশুপাখির আক্রমণ থেকে মুক্ত থাকে এবং এগুলো পচে মাটির উর্বরশক্তি বৃদ্ধি করে রসুনের ফলন বৃদ্ধি করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব রবিউল ইসলাম, মোহাম্মদ সাব্বির, আশরাফ হোসেন, মোবারক হোসেন প্রমূখ এবং WSNCC এর কর্মকর্তা আফসানা চৌধুরী ও জেরিন খোকন উপস্থিত ছিলেন। বীজ রসুন বন্টনের সার্বিক দায়িত্বে ছিলেন কমিউনিটি লিডার আনার দিলারা। তিনি পরবর্তীতে নতুন বাগানিদের সুবিধার্থে তার নিজ বাগানে রসুন বপন করে পুরো প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে বর্ণনা করেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে ও বাগানিদের রসুন চাষের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।