স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপ আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনালের খেলার টিকিট নিশ্চিত করে স্বাগতিক ভারত। সেই ম্যাচে সবার চোখ ছিল বিরাট কোহলির দিকে। কেননা এর আগে প্রথম পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। সেই ম্যাচে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক দিনের ক্রিকেটের ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শচীনকে ছাড়িয়ে যান কোহলি। সেই সঙ্গে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

সেই ম্যাচের পর ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি বিরাটের এমন কৃতিত্বের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি জানি না, এমন রেকর্ড কেউ ভাঙতে পারে কি না। তবে বিরাট এখনো অবসর নেয়নি। তিনি খেলার মধ্যে রয়েছেন। এখন তার বয়স ৩৫ এবং তিনি ভারতের হয়ে আরও দুই থেকে তিন বছর খেলা চালিয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি শচীনের সঙ্গে সব সময় খেলেছি, যখন সে ওয়ানডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি করেছিল। আমরা তখন ভেবেছিলাম, শচীনের এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তবে বিরাট কোহলি তা করে দেখিয়েছে। এই বিশ্বকাপে সে যেভাবে ব্যাটিং করেছে, তার জন্য তাকেও আমার অভিনন্দন জানাই।’