সুহেল ইবনে ইসহাক: স্কারবোরো সাউথ ওয়েস্টের লিবারেল প্রার্থী বিল বেøয়ার ও বিচেস-ইস্টয়র্কের লিবারেল প্রার্থী নেতানিয়েল এরস্কিন স্মিথ তৃতীয় বারের মতো বিশাল ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন।
স্কারবোরো সাউথ ওয়েস্টের লিবারেল প্রার্থী বিগত দু’বারের এম.পি. ও মন্ত্রী বিলবেøয়ার ১৫,৮৩২টি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন প্রদানকৃত ভোটের ৫৭% যা মোট ২৪,৮২৩টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কোনজারবেটিভ দলের মহসিন ভূঁইয়া পেয়েছেন ২১% যা মোট ৮,৯৯১টি ভোট। ওদিকে বিচেস-ইস্টয়র্কের লিবারেল প্রার্থী বিগত দুবারের এম. পি. নেতানিয়েল এরস্কিন স্মিথ ১৭,১০৬টি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন প্রদানকৃত ভোটের ৫৭% যা মোট ২৮,৪২৮টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এন. ডি.পি’র আলেজান্দ্রা রুইজ ভার্গাস পেয়েছেন ২৩% যা মোট ১১,৩২২টি ভোট। (তথ্য সূত্র: ইলেকশন কানাডা)