অনলাইন ডেস্ক : গোটা বিশ্বে শেয়ারবাজার চাঙা হয়েছে। গত ২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির বার্ষিক বৃদ্ধি সবচেয়ে কম হয়েছে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে বলে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফলে বিশ্বজুড়ে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, প্রযুক্তি জায়ান্ট নাসডাকের ইক্যুয়িটি বার্ষিক ভিত্তিতে ঊর্ধ্বগামী হয়েছে ৩০ শতাংশ।
এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক ১ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। এতে দৈনিক ভিত্তিতে বিশ্বব্যাপী এমএসসিআইয়ের যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮৪ শতাংশ। বার্ষিক হিসাবে যা ১১ দশমিক ৮ শতাংশ।
ইউরোপের প্যান-রিজিওন্যাল স্টোকস ৬০০ সূচক ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে ওয়াল স্ট্রিটভিত্তিক ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ অগ্রসর হয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ।
এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স বেড়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। আর নাসডাক কম্পোজিট বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ।
এ অবস্থায় অন্যান্য প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ। স্বাভাবিকভাবেই ইউরো ও স্টার্লিংয়ের মান বেড়েছে।
জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৪ দশমিক ২৯ ডলারে। সঙ্গত কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৮ ডলার ৬০ সেন্টে।
