অনলাইন ডেস্ক : বিশ্বে অন্যতম ধনী শহর দুবাই। সারা পৃথিবী থেকেই বহু মানুষ জীবনে একবার হলেও দুবাইয়ের জীবন চাক্ষুষ করার চেষ্টা করেন। আভিজাত্য, বিলাসিতা ও কারুশিল্পে অনন্য এই শহর আবারও ছুঁয়ে ফেলল নতুন এক রেকর্ড।
বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক সকলের সামনে এনে ফ্যাশনের জগতে ইতিহাস সৃষ্টি করেছে দুবাই। এই পোশাকটির ছবি সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি এই পোশাকটির ওজন ১০.৫ কিলো।
শুধু সোনা নয়, এই পোশাকে জড়ানো রয়েছে অসংখ্য হীরা, রুবি, পান্না ও অন্যান্য মূল্যবান রত্ন যা গুনেও হয়তো শেষ করা যাবে না। এই কম্বিনেশন পোশাকটিকে করে তুলেছে চোখ ধাঁধানো এবং অনন্য।
সউদী আরবের প্রখ্যাত স্বর্ণ ও গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল রোমাইজান গোল্ড এই সোনার পোশাকটি তৈরি করেছে। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘দুবাই ড্রেস’। এই পোশাকটিতে রয়েছে চারটি প্রধান অংশ।
একদম ওপরে রয়েছে সোনার টিয়ারা, তারপর নেকলেস, দুল এবং কোমরের অলঙ্কার ‘হিয়ার’। টিয়ারার ওজন ৩৯৮ গ্রাম, নেকলেসের ওজন ৮,৮১০.৬০ গ্রাম, দুলের ১৩৪.১ গ্রাম এবং কোমরের অলঙ্কারের ওজন ৭৩৮.৫ গ্রাম।
যেরকম দেখতে, সেরকমই সম্পূর্ণ এই সোনার পোশাকের মূল্য শুনলে চমকে যাবেন অনেকেই। এই পোশাকের আনুমানিক মূল্য ১০,৮৮,০০০ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ কোটি টাকার সমান।
এর সূক্ষ্ম নকশা ও অলঙ্করণের প্রতিটি অংশে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী শিল্পের ইতিহাস এবং রীতিনীতি। পোশাকের মোটিফে প্রতিফলিত হয়েছে সমৃদ্ধি, সৌন্দর্য ও নারীর ক্ষমতায়নের প্রতীকী বার্তা।
জানা গিয়েছে, এই সোনার পোশাকটি সদ্য প্রথমবারের মতো উন্মোচন করা হয় ৫৬তম মিডল ইস্ট ওয়াচ অ্যান্ড জুয়েলারি শোয়ে। যা অনুষ্ঠিত হয়েছে শারজায়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়না প্রদর্শনী হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের নামী ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ব্র্যান্ড ও বিলাসবহুল পণ্যের প্রতিনিধিরা। পোশাকের দুনিয়ায় এই অনন্য সৃষ্টিটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক হিসেবে।
আল রোমাইজানের নির্মাতারা জানিয়েছেন, এই পোশাক তৈরির মূল ধারণা ছিল ফ্যাশন ও গয়নার জগতকে একত্রিত করে এমন একটি সৃষ্টি উপস্থাপন করা, যা ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
তবে এই পোশাকটি বাণিজ্যিকভাবে বিক্রির জন্য নয়। জানা গিয়েছে, এই পোশাকটিকে বিশ্বের বিভিন্ন বিলাসবহুল প্রদর্শনী ও ফ্যাশন এক্সপোতে প্রদর্শন করা হবে। ইউরোপ ও এশিয়ার আসন্ন ফ্যাশন প্রদর্শনীতে ‘দুবাই ড্রেস’ হয়ে উঠবে অন্যতম আকর্ষণ। যা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরবে দুবাইয়ের বিলাসিতা ও সোনার ঝলমলে ঐতিহ্য।
