Home আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে ধনী এক শতাংশের আয় বেড়েছে

বিশ্বে সবচেয়ে ধনী এক শতাংশের আয় বেড়েছে

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ তাদের ভাগ্য গত এক দশকে মোট ৪২ ট্রিলিয়ন বাড়িয়েছে। অতি ধনী ব্যক্তিদের ওপর করারোপ করার প্রধান আলোচ্যসূচি নিয়ে ব্রাজিলে জি২০ শীর্ষ সম্মেলনের আগে অক্সফাম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

এই বিপর্যয়কর বৈষম্য সত্ত্বেও ধনীদের ওপর কর ‘ইতিহাসের সবচেয়ে নিম্ন’ পর্যায়ে নেমে গেছে উল্লেখ করে এনজিওটি বাকি বিশ্বের সঙ্গে ‘অশ্লীল মাত্রার’ বৈষম্যের চরম পরিণতির ব্যাপারে সতর্ক করেছে। বিশ্বের জিডিপির ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী দেশগুলোর গ্রুপ জি২০ শীর্ষ সম্মেলনের সভাপতি ব্রাজিল অতি ধনীদের কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। অক্সফাম এটিকে জি২০ সরকারের জন্য সত্যিকারের পরীক্ষা বলে অভিহিত করেছে। তাদের অতি ধনীদের ‘চরম সম্পদ’-এর ওপর কমপক্ষে ৮ শতাংশের বার্ষিক নিট সম্পদ কর কার্যকরের আহ্বান জানিয়েছে।

অক্সফাম ইন্টারন্যাশনালের বৈষম্য নীতির প্রধান ম্যাক্স লসন বলেছেন, অতি ধনীদের ওপর কর বৃদ্ধির গতি অনস্বীকার্য। ৪২ ট্রিলিয়ন সংখ্যা বিশ্বের জনসংখ্যার দরিদ্র অর্ধেক সঞ্চিত সম্পদের প্রায় ৩৬ গুণ বেশি। তা সত্ত্বেও বিশ্বজুড়ে বিলিয়নেয়াররা তাদের সম্পদের ০.৫ শতাংশেরও কম সমতুল্য কর দিচ্ছেন। ব্যারনস।

 

Exit mobile version