বিনোদন ডেস্ক : বিশ্ব অর্থনীতিতে এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। জাপানকে পেছনে ফেলে দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে। এই অসাধারণ অর্জন নিশ্চিত করেছেন ভারতের নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম। তার মতে, চলমান গতিতে অগ্রসর হলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই ভারত জার্মানিকেও ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর তথ্য বলছে, বর্তমানে ভারতের নামমাত্র জিডিপি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্টে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ২০২৫ সালে ভারতের জিডিপি পৌঁছাবে প্রায় ৪.১৮৭ ট্রিলিয়নে, যা জাপানের ৪.১৮৬ ট্রিলিয়ন ডলারের তুলনায় সামান্য বেশি ।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই অর্জনকে অভিহিত করেছেন “অবিশ্বাস্য” বলে।
আবেগঘন বার্তায় অমিতাভ বলেন, “৭৫ বছর আগে স্বাধীন হওয়া একটি জাতির পক্ষে এই পর্যায়ে পৌঁছানো সত্যিই এক বিরল দৃষ্টান্ত। কত দেশ পেরেছে এমন কিছু করতে?” তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে অগ্নিপথ প্রকল্পের অধীনে নিযুক্ত তরুণ যোদ্ধা ‘অগ্নিবীর’-দের অবদান এই অগ্রগতির একটি সাহসী প্রতিচ্ছবি।
অমিতাভ লিখেছেন, “অগ্নিবীররা শৃঙ্খলা, দেশপ্রেম ও সাহসের প্রতীক। চার বছর ধরে তারা যেভাবে সামরিক অভিজ্ঞতা অর্জন করে দেশের সুরক্ষায় অবদান রাখছে, তা আমাদের গর্বিত করে। আমি তাদের স্যালুট জানাই।”
বলিউড তারকার এই বার্তায় যেন মিশে আছে জাতীয় গর্ব, আবেগ এবং ভবিষ্যৎ ভারতের প্রতি গভীর প্রত্যাশা। শুধু অর্থনৈতিক নয়, প্রতিরক্ষা ও সামাজিক ক্ষেত্রেও ভারতের এই অগ্রযাত্রা বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি আরও দৃঢ় করছে।