অনলাইন ডেস্ক : করোনা মহামারির ব্যাপক বিস্তারের ফলে আগামী ৬ থেকে ১৬ মে অনুষ্ঠিতব্য বিশ্ব মহিলা হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। এটি কানাডার হ্যালিফিক্স শহরে হবার কথা ছিল। গত সপ্তাহে আয়োজক কতৃপক্ষ এটি বাতিলের ঘোষণা দেয়। এদিকে এই প্রতিযোগিতা বাতিলের খবরে হতাশা ব্যক্ত করেছে কানাডা মহিলা দলের সদস্যরা। তারা প্রতিযোগিতার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছিল। দশ দলের এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য কয়েকটি দল ইতিমধ্যে কানাডায় পৌঁছে গিয়েছিল। তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনও শুরু করেছিল। কিন্তু এখন প্রতিযোগিতা বাতিলের ফলে তাদের ফিরে যেতে হবে।
প্রসঙ্গত গত বছরও একই কারণে এই প্রতিযোগিতা বাতিল করা হয়েছিল। পরপর দুই বছর এভাবে টুর্নামেন্ট বন্ধ হওয়ায় কানাডা মহিলা হকি দলের খেলোয়াড়, কোচ কর্মকর্তারা হতাশা ব্যক্ত করে বলেন, এভাবে একের পর এক খেলা বাতিল হলে আমাদের পারফরমেন্স বলতে আর কিছু থাকবে না। গত ২ বছরে আমরা মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এভাবে চলতে থাকলে মেয়দেরকে খেলায় ধরে রাখাই মুশকিল হবে। সূত্র : দ্য গ্লোব এন্ড মেইল