Home কানাডা খবর বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক : বিয়ানীবাজার সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন টরন্টো কানাডা ইনক এর উদ্যোগে গত রবিবার, ১০ এপ্রিল মোতাবেক ৯ রমজান স্কারবরোর মসজিদ আল আবেদীন-এ এক ইসলামিক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রায় সাত শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। সমিতির উপদেষ্ঠা সদস্য মাওলানা আব্দুল বাসিত এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, মসজিদ আল আবেদীনের খতিব মাওলানা মুফতি আসলাম উদ্দিন আজহারী। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ডাউনটাউনের মসজিদ আর-রাহমার খতিব মাওলানা মুফতি মুহিবুল্লাহ ফরাজী।

ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল আবেদীনের খতিব মাওলানা মুফতি আসলাম উদ্দিন আজহারী। সমিতির সভাপতি টুনু মিয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও ইফতার কমিটির আহবায়ক শরফুল ইসলাম অভ্যাগত সকল অতিথিদের উপস্থিত হয়ে ইফতারে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Exit mobile version