অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালসের ওয়াইন এলাকায় একটি বিয়ের বাস উল্টে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসটি গ্রেটা হান্টার ভ্যালিতে পৌঁছালে তা উল্টে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশে জানায়, বিয়ের যাত্রী বহন করা বাসটি স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার সময় উল্টে যায়। বাস দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টরের করে হাসপাতালে নেওয়া হয়।
বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানেস।
