অনলাইন ডেস্ক : ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সতর্ক করে বলেছেন, সংস্কার না করলে ব্রিটেন শিগিগরই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। কারণ দেশে শাসনক্ষমতা পরিচালনা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। খবর আলজাজিরার
ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা নিবন্ধে গর্ডন ব্রাউন লিখেছেন, মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে, ব্রিটেন লন্ডনভিত্তিক অভিজাতদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই আমাদেরকে দুটো পথ বেছে নিতে হবে। একটি সংস্কার করা রাষ্ট্র এবং অন্যটি ব্যর্থ রাষ্ট্র। কারণ স্কটল্যান্ডে মানুষের মধ্যে এতটা অসন্তোষ বেড়েছে যে, তারা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কই ছিন্ন করতে চায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের উচিত—সংস্কার করে যুক্তরাজ্যের শাসনক্ষমতা পরিচালনা করা। দেশকে অবশ্যই নতুন করে আবিষ্কার করতে হবে যাতে একত্র থাকতে পারে। তিনি প্রধানমন্ত্রীকে একটি কমিশন করে সংস্কার করা উচিত। দেশ কীভাবে পরিচালনা করতে হবে তা নির্ধারণ করা উচিত।
