Home কানাডা খবর ব্যাঙ্ক অফ কানাডার সতর্কবার্তা

ব্যাঙ্ক অফ কানাডার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকলেম বলেছেন, কোভিড পরবর্তী অর্থনীতিতে সবকিছুই খারাপ হবে এমনটা মনে করা ঠিক না। তবে কিছু বিষয়ে আমরা যদি সতর্ক না হই তাহলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলো খুঁজে দেখতে গিয়ে সবচেয়ে বিপদজনক অবস্থা দেখা গেছে হাউজিং সেক্টরে। করোনা মহামারিতে অবশ্য ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তারসহ সব পেশার লোকই কম বেশি ক্ষতির শিকার হয়েছেন। এটা নতুন কিছু নয়। তবে হাউজিং সেক্টরের ক্ষতি আমাদের ধারণার চাইতে বেশি, এবং এটি আরও বাড়তে পারে। এছাড়া কানাডিয়ান ডলারের দাম পড়ে যাওয়া, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তহীনতা দেশের ব্যবসা-বাণিজ্যের আয়তন কমিয়ে দিতে পারে। তবে এই মুহূর্তে রিয়েল এস্টেট নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। লকডাউন, স্টেট অ্যাট হোম আর কারফিউসহ বিভিন্ন বিধি-নিষেধের কারণে এই সেক্টরে বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাচ্ছেন না। নতুন ক্রেতা পাওয়া তো দূরের কথা, পুরনো ক্রেতারাই কিস্তি দিতে পারছেন না। এমন অবস্থায় সরকারের পরিকল্পিত সঠিক পদক্ষেপ ছাড়া উত্তরণ সম্ভব নয়। ঋণের সুদ বিষয়ক এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, গৃহায়ন খাতে সুদ হার যথেষ্ট কমানো হয়েছে। এই হার আর কমানো ঠিক হবে না। তিনি সুদহার নিয়ে মাথা না ঘামিয়ে ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি ও ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে নজর দেয়ার আহ্বান জানান।
সূত্র : সিবিসি নিউজ

Exit mobile version