অনলাইন ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে বাহিয়া রাজ্যে পর্যটক বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। রাজ্যের দমকলকর্মীদের বরাত দিয়ে সোমবার এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে একটি দুর্ঘটনার পর সামরিক অগ্নিনির্বাপককর্মীরা ছুটে গিয়েছিলেন। এতে ২৫ জন নিহত হয়েছে।

এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে এ দুর্ঘটনায় পাঁচজন আহতও হয়েছে। তারা ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া ছবিও প্রকাশ করেছে।

এএফপি বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

দুর্ঘটনার কাছাকাছি একটি শহর জ্যাকোবিনার মেয়রের কার্যালয় সোমবার তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি ‘সম্মিলিত শোকসভা’র আয়োজন করছে।