অনলাইন ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজোনাস প্রদেশে পর্যটকদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

শহরের মেয়র স্থানীয় সময় শনিবার ঘটা এ বিমান দুর্ঘটনার তথ্য সিএনএনকে নিশ্চিত করেছেন। ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায় বলে জানিয়েছেন রাজ্যের সিকিউরিটি সেক্রেটারি ভিনিসিয়াস আলমেইদা।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীরা ব্রাজিলিয়ান এবং বিনোদনমূলক মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে অঞ্চলটিতে যাচ্ছিলেন।

গভর্নর উইলসন লিমা এক্সে লিখেছেন, বিমান বিধ্বস্তের পর থেকে ঘটনাস্থলে আমাদের টিম অবস্থান করছে। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সংহতি ও প্রার্থনা।