অনলাইন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রভিন্সে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজে জড়িত দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের অনেকে সরকারি নির্দেশ মানতে না চাওয়ায় উদ্ধার কাজে দমকল কর্মীদের গলদঘর্ম হতে হচ্ছে। গত শুক্রবার ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল ওকানাগান এলাকা থেকে নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া আর্মস্ট্রং ও স্পেলুমাসিন এলাকা থেকেও ১০ হাজার নাগরিককে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রদেশের দক্ষিণাঞ্চলের কামলুপস ও ভেরন অঞ্চলও ভয়াবহ দাবানলের ঝুঁকিতে আছে। শুক্রবার সকালে হোয়ইট রক লেক এলাকার ৪৫০ বর্গ কিলোমিটার অঞ্চল নতুন করে দাবানল কবলিত হয়েছে। বিসি ওয়াইল্ডফায়ার সার্ভিসের পক্ষ থেকে ‘আগুনের প্রকৃতি ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে’ বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিসি ওয়াইল্ডফায়ার সার্ভিস তাদের বুলেটিনে জানায়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলা ঘন্টায় ৪০ কিলোমিটার বেগের বাতাস আগুন দ্রুত ছড়িয়ে দিচ্ছে। প্রদেশের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ফারনওয়ার্থ বলেন, ওকানগান লেকের দিকে ধাবমান আগুন নিয়ন্ত্রণ করা এখন আমাদের মূল টার্গেট। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে তা রাতারাতি মন্টেলেকের দিকে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, সব বিপদাপদ তুচ্ছ করে আমাদের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়েও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু তাদের সব চেষ্টা সত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

থমসন নিকোলা রিজিওনাল ডিস্ট্রিক্টটের চেয়ার পারসন কেন গিলিস বলেন, দাবানলে মন্টেলেক ও পাশ্ববর্তী পেক্সটন ভ্যালিতে ক্ষয়-ক্ষতির মাত্রা ব্যাপক। ওই অঞ্চলের প্রায় সব অধিবাসী নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। তাদের বাড়ি-ঘর ও সহায় সম্পত্তি সব আগুনে ধ্বংস হয়ে গেছে।

এদিকে বৃহস্পতিবার হোয়াইট রুক লেকের ৩২৫ বর্গ কিলোমিটার এলাকার দাবানল দক্ষিণ পূর্ব দিকে আরো ৪০ বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা প্রায় ১০০ ফুট পর্যন্ত উঁচুতে উঠে যাচ্ছে। এমন অবস্থায় হাইওয়ে ৯৭-এর স্যামন রিভার রোড এবং ওয়েস্ট সাইড রোডে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে মন্টিক্রিক, পাইনক্রেস্ট রোড ও মাইল ক্রিক রোডের মধ্যে যোগাযোগ
ও বন্ধ হয়ে গেছে। সূত্র : সিবিসি নিউজ