অনলাইন ডেস্ক : ব্রিটিশ ধনকুবের ও ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব টটেনহাম হটস্পারের মালিক জো লুইসকে ক্ষমা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৮৮ বছর বয়সী লুইসের বিরুদ্ধে স্পর্শকাতর কিছু তথ্য বন্ধু,স্বজনদের সরবরাহ করার মাধ্যমে কোটি কোটি ডলার মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ২০২৪ সালে আইনজীবীর মাধ্যমে দোষ স্বীকারও করেছেন।
ব্রিটিশ ধনকুবের জো লুইস হলেন একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, যিনি তার বিনিয়োগ পোর্টফোলিও এবং ট্যাভিস্টক গ্রুপ-এর জন্য পরিচিত। তিনি টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাবের মালিক। আইনজীবীর মাধ্যমে তিনি মাফ চেয়ে কারাবরণ এড়িয়ে ছিলেন।
এবার ট্রাম্প সরাসরি তার ক্ষমা মঞ্জুর করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প ক্ষমা মঞ্জুর করে লুইসকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছেন। সেখানে তিনি চিকিৎসা নিতে পারবনে এবং নিজের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন।






