অনলাইন ডেস্ক : কানাডার কুইবেক প্রদেশের নব-নির্বাচিত ১৪ জন এমপি গ্রেট ব্রিটেনের রাজার প্রতি আনুগত্যের বিষয়ে সাংবিধানিকভাবে অত্যাবশ্যক শপথ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার দেশটির কুইবেক প্রদেশের আইন প্রণেতারা ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের প্রতি তাদের আনুগত্যের শপথ নিতে অনাগ্রহ দেখান। যদিও কানাডার সংবিধানে এ আনুগত্যের শপথ নেওয়ার বিষয়ে বিধান আছে। কানাডার ওই আইন প্রণেতারা ব্রিটিশ রাজার প্রতি আগ্রহ না দেখালেও কুইবেকের জনগণের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছেন।

এ বিষয়ে পার্টি কুইবেকোইস নেতা পল সেন্ট-পিয়ের প্লামন্ডন বলেছেন, তিনি বিশ্বাস করেন যে শপথটি অর্থপূর্ণ এবং আন্তরিক হওয়া উচিত। এর মাধ্যমে এ বিষয়টা প্রকাশিত হয় যে কুইবেকের বাসিন্দারা রাজতন্ত্রের শপথ নিতে সম্মত হননি।

এ বিষয়ে শপথ গ্রহণের পরে প্লামন্ডন এবং তার দলের অন্য দুই এমপি বলেন, ‘যখন আমরা আমাদের কথা দিই, যখন আমরা একটি প্রতিশ্রæতি দেই, যখন আমরা একটি নথিতে স্বাক্ষর করি বা একটি আইনে ভোট দেই তখন আমরা আমাদের সম্মানের ভিত্তিতে তা করি। এ কারণে আমরা শব্দের প্রতিটি অর্থের জন্য দায়ী হই।’

কানাডিয়ান সংবিধানে বলা হয়েছে, দ্বায়িত্ব নেওয়া আগে সমস্ত প্রাদেশিক আইনসভা এবং ফেডারেল পার্লামেন্টের সদস্যদের অবশ্যই একটি লিখিত ও নির্ধারিত শপথ গ্রহণ করতে হবে। ওই শপথে ব্রিটিশ রাজা প্রতি আনুগত্যের বিবৃতি অন্তর্ভুক্ত থাকে। বর্তমানে কানাডাজুড়ে রাজতন্ত্রবিরোধী বিভিন্ন বাগাড়ম্বরপূর্ণ উক্তি প্রচলিত আছে। গত মাসে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে এসব বক্তব্যের প্রচলন হয়েছিল। সূত্র : মন্ট্রিল গেজেট