Home আন্তর্জাতিক ব্রিটেনজুড়ে রেড অ্যালার্ট : ভয়াবহ ঝড়ের আশঙ্কা

ব্রিটেনজুড়ে রেড অ্যালার্ট : ভয়াবহ ঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যজুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঝড়, প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় আজ বুধবার বিকেল থেকে বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই সতর্কতাকে জীবন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় অনেক এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইলেরও বেশি গতিতে বাতাস বয়ে যেতে পারে।

তীব্র বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় এক ফুট পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও দেখা দিয়েছে।

ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়বে, যা যান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। ঝড়ের সময় ভ্রমণ এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিশেষ জরুরি অবস্থার ক্ষেত্রে কিছু এলাকার স্কুলসমূহও বন্ধ ঘোষণা করা হতে পারে এবং তা অভিভাবকদের টেক্সট মেসেজ, ই-মেইল ও স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে স্কুল বন্ধ করা হবে না।

 

Exit mobile version