Home জাতীয় ভারতের কাছে রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কাছে রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অনুযায়ী ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের কাছে যে চিঠি পাঠানোর কথা বলা হয়েছিল, তা এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তৌহিদ হোসেন বলেন, ‘চিঠিটি আজকেই পাঠানো হতে পারে।’

তিনি আরও জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ভারতকে পাঠানো হবে না। এর পরিবর্তে একটি নোট ভার্বাল পাঠানো হবে, যেখানে মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, আজকের মধ্যেই নোট ভার্বাল পাঠানোর চেষ্টা চলছে।

এ নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।

আর সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে অবগত হয়েছে ভারত। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে ভারত সর্বস্তরের অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

Exit mobile version