Home আন্তর্জাতিক ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হয়ে বিস্ময় কাশ্মীরি তরুণীর

ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হয়ে বিস্ময় কাশ্মীরি তরুণীর

অনলাইন ডেস্ক : ভারতের কনিষ্ঠতম পাইলট হয়ে বিস্ময় সৃষ্টি করেছেন কাশ্মীরি তরুণী আয়েশা হাসান। মাত্র ২৫ বছর বয়সে বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন কাশ্মীরের এই তরুণী। তাকে নিয়ে রীতিমতো গর্বিত গোটা উপত্যকা।

ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং জীবনের প্রতি আকর্ষণ তার। ঝুঁকি নেয়া, চ্যালেঞ্জের মোকাবিলা করাই ছিল প্রিয়। এই অ্যাডভেঞ্চারের নেশাই আজ তিনি পাইলট। তবে স্বপ্নপূরণের জন্য আয়েশা অত্যন্ত কৃতজ্ঞ তার বাবা-মায়ের কাছে। কারণ, তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এই অসাধ্যসাধন করা সহজ হতো না।

২০১১ সালে মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসেবে মিগ-২৯ যুদ্ধবিমান উড়িয়ে তাক লাগিয়েছিলেন আয়েশা। পরে গ্র্যাজুয়েট হন বম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে। ২০১৭ সালে পান কমার্শিয়াল লাইসেন্স।
আয়েশার দৃঢ় বিশ্বাস, শুধু তিনি নন, গত কয়েক বছরে কাশ্মীরি নারীরা নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন। বিশেষত শিক্ষার জগতে। তিনি বলেন, ‘বিপুল সংখ্যক কাশ্মিরি নারী মাস্টার্স বা ডক্টরেট করছেন। আমার মতে, এটা খুবই ভালো লক্ষণ।’

কিন্তু, এত কিছু থাকতে বিমান চালানোর মতো ঝুঁকির পেশাকে তিনি বেছে নিলেন কেন? আয়েশা জানিয়েছেন, ‘আসলে ছেলেবেলা থেকেই আমি বেড়াতে খুব ভালোবাসি। বিশেষত, বিমানে চড়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। তখন থেকেই মনে মনে স্থির করেছিলাম, বড় হয়ে পাইলট হব। কারণ, ৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক করা আমার ধাতে নেই। নিত্যনতুন জায়গায়, বিভিন্ন রকমের আবহাওয়ায়, নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করে। তাছাড়া, ২০০ জন যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার মধ্যেও একটা বিরাট চ্যালেঞ্জ রয়েছে। তার জন্য অসম্ভব মনের জোরের প্রয়োজন। এই গুরুদায়িত্ব পালন করতে আমার দারুণ লাগে।’

Exit mobile version