Home আন্তর্জাতিক ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধিতা ট্রাম্পের

ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধিতা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : চীনের ওপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল। তবে এই পরিকল্পনার বিরোধীতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুকের উদ্দেশে ট্রম্প বলেন, “আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান।”

তিনি আরও বলেন, “যদি আপনি ভারতকে সহায়তা করতে চান। ঠিক আছে। কিন্তু সেখানে (আমাদের পণ্য) বিক্রি করা খুবই কঠিন। কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।”

ট্রাম্প দাবি করেন, ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের ওপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভারত এ ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি।

ট্রাম্প বলেন, “তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপলের কারখানাকে বহু বছর সহযোগিতা করেছি। কিন্তু আমরা চাই না আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে।”

এদিকে অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলোর বেশিরভাগ ভারতে উৎপাদন করা হবে। বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখাানা রয়েছে, যার দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এরমধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন। অপর দুইটি চালায় টাটা গ্রুপ। এই মুহূর্তে ভারতে আরও দুটি কারখানা তৈরির পরিকল্পনা চলছে।

Exit mobile version