অনলাইন ডেস্ক : রাশিয়ার মস্কো থেকে গোয়ায় যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই একটি ফোন কলে হুমকি দেওয়া হয় বিমানে বোমা আছে। এরপর বিমানটিকে গুজরাটের জামনগরে ভারতীয় বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। সোমবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

জানা গেছে বিমানটিতে ২৪৪ জন যাত্রী ছিল। গোয়ার দাবোলিম বন্দরে নামার কথা ছিল সেটির। কিন্তু সোমবার (৯ জানুয়ারি) অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফোন করে হুমকি দেওয়া হয়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে গোয়ার বদলে গুজরাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রাত ৯টা ৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়েই জামনগরে বিমানবাহিনী ঘাঁটিতে অবতরণ করে।

খবর পেয়েই বিমান ঘাঁটিতে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল, স্থানীয় পুলিশ ও প্রশাসন। বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ সব যাত্রীদের তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটির ভেতরে বোমার সন্ধান করা হয়েছে। তবে কিছু পাওয়া যায়নি।