Home কানাডা খবর ভারত ও পাকিস্তানের ফ্লাইট স্থগিত করেছে কানাডা

ভারত ও পাকিস্তানের ফ্লাইট স্থগিত করেছে কানাডা

রাজীব আহসান, কানাডা থেকে : অন্য দেশ থেকে যাতে করোনাভাইরাসের কোনো ভেরিয়েন্ট আসতে না পারে সেজন্য শুক্রবার থেকে কানাডা সরকার ভারত ও পাকিস্তানের সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কমপক্ষে ৩০ দিন এই আদেশ বলবৎ থাকবে।

এশিয়ার দেশ দুটিতে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কানাডার ফেডারেল সরকার পরবর্তী এক মাসের জন্য ভারত ও পাকিস্তানের ফ্লাইট স্থগিত করেছে।

পরিবহনমন্ত্রী ওমর আলঘব্রা বলেছেন, ভারত ও পাকিস্তান থেকে কানাডায় আগত বিমান যাত্রীদের মধ্যে বেশি সংখ্যক কোভিড -১৯ শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে, ভ্যাকসিন এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের চালান অব্যাহত রাখতে কার্গো ফ্লাইটগুলির বিশেষ অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভারতে ২৪ ঘন্টায় ৩ লাখ ১৪ হাজার নতুন সংক্রমণ নিশ্চিত হওয়ায় বিশ্বব্যাপী নতুন রেকর্ড গড়ার কয়েক ঘন্টা পরই এই ঘোষণা দেয় কানাডা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৫৮৭ জন, মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৪ হাজার ৩৪৮ জন।

Exit mobile version