অনলাইন ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন এবং এজন্য তিনি ভারত ও পাকিস্তানকে পরস্পরের সঙ্গে সংলাপ চালানোর পরামর্শ দিয়েছেন।

কাশ্মিরে ২৫ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যার মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। এর পর পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, যেমন ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করা। এই পাল্টাপাল্টি পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিশ্বাস করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি দুই দেশকে আহ্বান জানিয়েছেন যাতে তারা একে অপরকে সহানুভূতির সাথে দেখেন এবং শান্তির পথে এগিয়ে যান। এই ধৈর্য এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধান সম্ভব, যা সকলের মঙ্গলসাধন করবে।

তথ্যসূত্র : আল-জাজিরা