Home আন্তর্জাতিক ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় : রুবিও

ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় : রুবিও

অনলাইন ডেস্ক : বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকালবৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারতের মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

কারণ হিসেবে রুবিও বলেছেন, ‘মিত্র’ ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যাবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের ‘জ্বালা-যন্ত্রণা’র কারণ হয়ে ওঠে। তিনি বলেন, ‘ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে। কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।’

Exit mobile version