অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগারিতে একটি আইসক্রিম ও চকলেটের দোকান লুটের ঘটনায় জড়িত সন্দেহে ভুলবশত একটি কৃষ্ণাঙ্গ বালককে গ্রেফতার করায় দুঃখ প্রকাশ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই বালককে ভুল করে আটক করা হয়েছিল, সে সুস্থ্য আছে। তবে পুলিশ ওই বালকের বয়স জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুদের একটি পার্কে ধাওয়া করে ২ বালককে আটক করছে পুলিশ। ২টি বালকই কৃষ্ণাঙ্গ। আটকের সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এই ঘটনার কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে নিহত ফ্রয়েডের কথা মনে করিয়ে দিয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।

পুলিশবিভাগ জানিয়েছে, তারা ক্যালগরির দক্ষিণ-পূর্বাঞ্চলে ওজডেন এলাকায় বিপুল পরিমাণ আইসক্রিম ও ক্যান্ডি লুট হওয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করেন।
অভিযান চলাকালে পুলিশ ২জন বালককে সন্দেহবশত জিজ্ঞাসা করতে যায়। এসময় বালক ২টি দৌঁড়ে পারানোর চেষ্টা করে। পুলিশ একজনকে ধরলেও অন্যজন পার্শ্ববর্তী পার্কে ঢুকে পড়ে। পুলিশ তার পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি। পরে পার্কে তল্লাশির সময় ওই বালকটির মতো দেখতে অন্য একজনকে আটক করে নিয়ে আসে।

ভিডিওতে দেখা যায়, আটকের সময় পুলিশ তাকে মাটিতে ফেলে চেপে ধরে জেরা করছে। এভাবে চেপে ধরার বিরোধিতা করে অনেকে মন্তব্য করেছেন যে, এতে বালকটির মেরুদন্ডের হাড় ভেঙ্গে যাওয়াসহ বড় ধরনের ক্ষতি হতে পারত।

ক্যালগিরি পুলিশ বিভাগের কর্মকর্তা শোও পরটার বলেছেন, বালকটির কোনো ক্ষতি হয়নি, তবে বিষয়টি দুঃখজনক। আমরা তার বাবা-মায়ের সাথে কথা বলব। এই ঘটনায় পুলিশ বিভাগের যা ক্ষতি হবার তা হয়েগেছে। এখন আমাদেরকে আরো সতর্ক হতে হবে। সূত্র : রেডিও কানাডা