অনলাইন ডেস্ক : ভূমধ্যসাগরে নৌকা ডুবির শিকার হওয়া ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন তারা।

গতকাল সোমবার তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইতালির কোস্টগার্ড বলছে, লিবিয়া থেকে ৩০ অভিবাসন প্রার্থীকে নিয়ে সাগরে ভাসতে থাকা নৌকাটি গত রবিবার বৈরি আবহাওয়ার শিকার হয়। ফলে এটি উল্টে যায়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ১৭ অভিবাসনপ্রত্যাশীর সবাই বাংলাদেশি নাগরিক। উদ্ধার করে তাদের সিসিলির পোজালোতে রাখা হয়েছে।

অভিবাসী উদ্ধারকাজে যুক্ত সংস্থা অ্যালার্ম ফোনের দাবি, গত শনিবার নৌকাটি বিপদে পড়েছে বলে জানানোর পরও ইতালি কর্তৃপক্ষ সময়মতো সেখানে তাদের কোস্টগার্ডকে পাঠায়নি।

সূত্র: রয়টার্স