গত ১৩ই জুন ২০২২ সোমবার বিকাল ৮টায় ভ্যানকুভারস্থ চিলি পেপার হাউস ৩০০৩ কিংস ওয়ে ভ্যানকুভার সাবেক সিনিয়র নির্বাহী সহ-সভাপতি জাতীয়তাবাদী দল কানাডা শাখা, অন্টারিও বিএনপির সাবেক সভাপতি জনাব ফারুক খানকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন বিএনপি ভ্যানকুভার শাখা।

সভায় সভাপতিত্ব করেন ভ্যানকুভার বিএনপির সভাপতি আজমল খান রাজ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ভ্যানকুভার বিএনপির সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: সবুজ মুন্সী। আরও ছিলেন ড. আব্দুল আহাদ, মোস্তাত খালেক, মো: রাজিব মুন্সী, মো: রাসেদুল কবির, গুলশান আরা সিপু, ড. বাশার, ড. রেজাউল করিমসহ আরো অনেকেই।

ফারুক খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্রের কোন বালাই নেই। হীরক রাণীর ইশারায় দেশ দিশাহারা। উন্নয়নের নামে লুটপাট। আমরা যারা প্রবাসে আছি যদি বিএনপি করি তাহলেও বড় সমস্যা। আমাদের নো ভিসা লাগাতে গেলে নানান সমস্যায় পড়তে হয়। এটা অগণতান্ত্রিক আচরণ। আমরা প্রবাসীরা দেশ উন্নয়নের সৈনিক। সভাপতি আজমল খান রাজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং নৈশভোজে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।