অনলাইন সংস্করণ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে পোস্ট করে চলেছেন। এক টুইটে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় নাচার ভিডিও পোস্ট করেছেন।
ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভোট! ভোট! ভোট!’।
ভিডিও-তে একটি গানও ব্যবহার করা হয়েছে। সে গানের তালে তালেই দুই হাত নেড়ে নাচার ভঙ্গি করেছেন ট্রাম্প।
জানা যায়, ট্রাম্পের অফিসিয়াল টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ছাড়া হয়েছে। যা পরে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সাড়া ফেলে।
এদিকে, নানান শঙ্কা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নিউ ইয়র্কে ভোর ৬টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ টলবে একটানা রাত ৯টা পর্যন্ত। একেক রাজ্যে ভোট গ্রহণের সময়সীমায় ভিন্নতা রয়েছে। প্রতি চার বছর পর পর নভেম্বরের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। একইসঙ্গে সিনেট ও হাউজসহ বিভিন্ন পদে ভোট দেন দেশটির নাগরিকেরা।
এবারের নির্বাচনের আগে ১০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে গত একশ বছরের হিসাবে নতুন রেকর্ড হতে পারে। দেশটির মোট ভোটার ২৩ কোটি।






