অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দৈনিক নয়া দিগন্ত আমাদের কাছে একটি সংগ্রামের নাম। ফ্যাসিবাদী আমলে নানা জুলুমের শিকার হয়েছে এ পত্রিকা। পত্রিকার কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে এ দেশের গণতন্ত্রকামী সব মানুষ নির্যাতিত হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি ২০ হাজার কর্মীকে গুম-খুন করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো।






