Home আন্তর্জাতিক মধ্যপ্রদেশে টিকা না নিলে বেতন বন্ধ সরকারি কর্মীদের

মধ্যপ্রদেশে টিকা না নিলে বেতন বন্ধ সরকারি কর্মীদের

অনলাইন ডেস্ক : সরকারি কর্মীরা যাতে প্রত্যেকে টিকা নিয়ে নেন তার জন্য এবার এক অভিনব নির্দেশিকা জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ। জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে তাদের বেতন দেওয়া হবে না। টিকা নেওয়ার পরে সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের বেতন দেওয়া হবে। বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, আশিস বলেন, ‘জেলায় ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। সেই লক্ষ্য পূরণের জন্য সব রকমের পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।’নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলার রাজস্ব দফতরের কর্মকর্তারা সরকারি কর্মীদের থেকে টিকাকরণের সার্টিফিকেট নেবেন। তার পরেই তাঁদের বেতনের প্রক্রিয়া হবে।

Exit mobile version