মন্ট্রিয়ল ডেস্ক: এলিসন এঙো, মন্ট্রিয়লের মারিয়ানা পলিস কলেজের ১৬ বছর বয়সী কিশোরী শিক্ষার্থী। কানাডা জাতীয় বিজ্ঞান পুরষ্কার এর প্লাটিনাম সিনিয়র ডিসকভারী এওয়ার্ড অর্জন করেছেন তার গবেষণার জন্য।

“ফ্রুইট ফ্লাইস” নিয়ে গবেষণা করেই চমত্কার তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করেছেন তার প্রজেক্টের চূড়ান্ত ফল। এন্টিওক্সিডেন্ট কি ভাল নাকি খারাপ? মূলত “ফ্রুইট ফ্লাইস” এর এই বিষয়টি নিয়েই গবেষণা করেছেন।

এঙো যখন হাইস্কুলে পড়াশোনা করছেন তখন তিনি তাদের বাসার বাথরুমে ইনকিবেটর বসান, যেখানে “ফ্রুইট ফ্লাইস” নিয়ে গবেষণা করেন। তবে কিছুদিন পরে বাতাসের আদ্রতা ও প্রচন্ড গরমে বাথরুমের দেয়াল ক্ষতিগ্রস্থ হলে সেটি মেরামতের প্রয়োজন পড়ে। এলিসন এঙো বলেন, আমি এখনো ঘোরের মধ্যে আছি, এটি অন্যরকম এক অনুভূতি। এটি সত্যিই এমন এক প্রাপ্তি আমার স্বপ্ন পূরণের গল্প।