Home আন্তর্জাতিক মমতার দলে যোগ দিলেন মোদির সাবেক মন্ত্রী

মমতার দলে যোগ দিলেন মোদির সাবেক মন্ত্রী

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়েছেন পশ্চিমবঙ্গের আসানসোল থেকে নির্বাচিত বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। সেটি হয়তো মেনে নিতে পারেননি। তাই এবার মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও হিন্দুস্তান টাইমস।

শনিবার (১৮ সেপ্টেম্বর) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এ সময় তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এক টুইট বার্তায় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রেইনের উপস্থিতিতে বাবুল সুপ্রিয় তৃণমূল পরিবারে যোগ দিয়েছেন।’

Exit mobile version