অনলাইন ডেস্ক : মলদোভার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পশ্চিমাপন্থী ৪৮ বছর বয়সী নারী মিয়া সান্দু। আজ সোমবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে তিনি জয়ী হন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের শতভাগ ভোট গণনা শেষ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মিয়া সান্দু পেয়েছেন ৫৭ দশমিক ৭ শতাংশ ভোট। তার প্রতিপক্ষ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আইগোর দোদোন পেয়েছেন ৪২ দশমিক ২ শতাংশ ভোট।

মালডোভায় মোট ৩২ লাখ ভোটার। এর মধ্যে প্রবাসে বসবাসরত ভোটাররাও আছেন। দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে ভোট পড়েছে ৫২ দশমিক ৭৮ শতাংশ।
৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ৪৫ দিনের মধ্যে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করবেন।

১৫ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর প্রথম দফার নির্বাচন হয়। ওই দফায় অ্যাকশন অ্যান্ড সলিডারিটি পার্টির নেতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দোদোন সর্বোচ্চ ভোট পান। প্রথম দফায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউ ৫০ শতাংশ ভোট পাননি। তাই ভোট গড়ায় দ্বিতীয় দফায়।

সূত্র: বিবিসি