Home কানাডা খবর মহামারি পরবর্তী পুনর্গঠন কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি

মহামারি পরবর্তী পুনর্গঠন কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক : কানাডা রিকভারি বেনিফিট (সিআরবি) এবং কানাডা ইমার্জেন্সি ওয়েজ সাবসিডিসহ (সি ই ডব্লিউ এস) কয়েকটি অর্থনৈতিক সহায়তা কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে কানাডার ক্ষমতাসীন ফেডারেল সরকার। করোনা মহামরিতে দেশের অর্থনীতি সচল রাখতে সরকার এসব সহায়তা কার্যক্রম পরিচালিত করছে। গত শুক্রবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সি আর বি এবং সিইডব্লিউ এস কার্যক্রম আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বলবত থাকবে। এছাড়া দ্য কানাডা ইমার্জেন্সি রেন্ট সাবসিডি (সিই আর এস), দ্য কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিট ( সি আর সি বি) এবং দ্য কানাডা রিকভারি সিকনেস বেনিফিটও (সিআরএসবি) একই মেয়াদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মেয়াদে সি ই ডব্লিউ এস এবং সি ই আর এস প্রোগ্রামে সহায়তার পরিমানও আগের চাইতে বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সহায়তা কার্যক্রম বৃদ্ধির ফলে মহামারিতে ক্ষতিগ্রস্তরা লাভবান হবে।
অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড বলেন, কোভিড পরবর্তী এই পুনর্গঠন কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি অনেকের জীবন বাঁচাতে সহায়তা করবে। মহামারিতে যাদের ব্যবসা বানিজ্য একেবারেই শেষ হয়ে গেছে তারা এই সহায়তার মাধ্যমে আবার উঠে দাঁড়াতে পারবে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সরকারের এই কার্যক্রমের প্রশংসা করেছে। সি এফ আই বি (কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস) সভাপতি ডেন কেলি বলেন, ফেডারেল সরকারের এই সহায়তা ছাড়া মহামারিকালে ব্যবসায়ীদের এক তৃতীয়াংশও টিকে থাকতে পারত না। কানাডা ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিইও বেথ পটার বলেন, সিইডব্লিউ এস ও সি ই আর এসের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত দেশের পর্যটন খাতের জন্য ইতিবাচক ভ‚মিকা রাখবে। তবে তিনি আরও বলেন, এধরনের সহায়তা সত্বেও পর্যটন খাতের সাথে জড়িত অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। পুরো পর্যটন ব্যবসা টিকিয়ে রাখতে হলে দ্রæত সবকিছু স্বাভাবিক করতে হবে এবং সরকারকে আরো বড় আকারের পরিকল্পনা নিতে হবে। সূত্র : সিবিসি নিউজ

Exit mobile version