বিনোদন ডেস্ক : হলিউডের ছোট্ট তারকা ম্যাকলেই কালকিন মাত্র ১১ বছর বয়সে মিলিয়নিয়ার হয়েছিলেন। ১৪ বছর বয়সে অভিনয় থেকে বিরতি নিলেও তার প্রথম ‘হোম অ্যালোন’ সিনেমার সাফল্য তাকে আজও কোটি কোটি আয় করে দিচ্ছে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হোম অ্যালোন’ এবং পরের কিস্তি ‘হোম অ্যালোন টু: লস্ট ইন নিউ ইয়র্ক’ সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই দুই সিনেমার জন্যই কালকিন এমন অর্থ উপার্জন করেন যা তার জীবনের ভিত্তি গড়ে তোলে।
সম্প্রতি ‘হট ওয়ানস’ শোয়ে ম্যাকলেই কালকিন তার অর্থনৈতিক অবস্থার কিছু তথ্য শেয়ার করেন। তিনি জানান, প্রথম ‘হোম অ্যালোন’ সিনেমার জন্য পেয়েছিলেন ১ লাখ ডলার যা ১২ কোটি টাকার বেশি। দ্বিতীয় সিনেমাতে তার পারিশ্রমিক ছিল আরও বেশি, কারণ সেখানে তিনি মোট আয় থেকে ৫ শতাংশ এবং পণ্য বিক্রি থেকে ১৫ শতাংশ রায়তেন। দ্বিতীয় সিনেমার এই আয় ছিল প্রায় ৪.৫ মিলিয়ন ডলার। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৩৫৯ মিলিয়ন ডলার আয় করেছিল।
বিশ্বখ্যাত ওয়েবসাইট ‘সেলিব্রিটি নেট ওয়ার্থ’ অনুসারে, বর্তমানে ম্যাকলেই কালকিনের সম্পদের মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার যা ২১৮ কোটি টাকার বেশি। ‘মাই গার্ল’ সিনেমায় তিনি ১ মিলিয়ন ডলার উপার্জন করেন এবং ‘গেটিং ইভেন উইথ ড্যাড’ ও ‘রিচি রিচ’ সিনেমার জন্য তিনি পেয়েছেন প্রায় ৮ মিলিয়ন ডলার।
অভিনয় থেকে দীর্ঘ বিরতির পরও ম্যাকলেই কালকিন তার পুরোনো সিনেমাগুলোর স্বত্ব থেকে নিয়মিত আয় করছেন। ম্যাকলেই কালকিনের এই সাফল্য কেবল তার ছোটবেলার অভিনয়ের প্রতি নয়, বরং তার ব্যবসায়িক বুদ্ধিমত্তার প্রতিফলনও বটে, যা তাকে ৩৩ বছর পরেও সমৃদ্ধি এনে দিচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস






