বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার দুইদিনের মাথায় জামিন পেলেন ভারতের ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং। তার সঙ্গে জামিন পেয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়াও।
সোমবার মুম্বাইয়ের এনডিপিএস আদালত ১৫ হাজার রুপি মুচলেকার বিনিময়ে দু’জনের জামিন মঞ্জুর করেন৷ তবে কয়েকদিন স্থানীয় থানায় তাদের নিয়মিত হাজিরা দিতে হবে বলে জানিয়েছে আদালত৷ খবর জিনিউজের।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে সঙ্গে বলিউডে মাদকের গভীর যোগাযোগের রহস্য ক্রমেই ফাঁস হচ্ছে। গত শনিবার মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। শনিবার আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সে ভারতীর ফ্ল্যাটে ও তার প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর গোয়েন্দারা। সব মিলিয়ে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপরই সমন পাঠানো হয় দুজনকে। কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার দুইদিনের মাথায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষলিম্বাচিয়া।