অনলাইন ডেস্ক : মার্কিন সেনারা যদি সিরিয়ার ভূখণ্ড থেকে চলে না যায় তাহলে তাদেরকে আবারও আফগানিস্তানের পরিণতি বরণ করতে হবে। এমন হুঁশিয়ারি বার্তাই দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ। শুক্রবার রুশ চ্যানেল টুয়েন্টিফোর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আল-মিকদাদ বলেন, সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতি অবৈধ এবং অবশ্যই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। যদি তারা না যায় তাহলে তাদেরকে সিরিয়াতে আফগানিস্তানের পরিণতি বরণ করতে হবে।

সম্প্রতি আফগানিস্তান থেকে তালেবানের সঙ্গে এক চুক্তির অধীনে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। তবে এমন প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের জন্য অসম্মানজনক ও হার হিসেবে দেখছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে সেখানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরপর ইসলামিক স্টেটের জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় মার্কিন সেনারা। তবে দেশটিতে মার্কিন সেনাদের এই উপস্থিতি পছন্দ করছে না সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
বরাবরই তারা মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ বলে আখ্যায়িত করে আসছে।